রাজ্যে পুলিশে 10, 255 টি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কবে থেকে আবেদন করতে পারবেন ? WB police constable recruitment 2024

রাজ্যে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো (WB police constable recruitment) প্রায় 10,000 এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে রাজ্যে পুলিশ বিভাগে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই ঘোষনা করেছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে । তবে এই মার্চ মাসের 7 তারিখ থেকেই প্রার্থীরা কনস্টেবল পদে আবেদন করতে পারবে। এই কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এছাড়াও বয়স কত হতে হবে? আবেদন করার লাস্ট ডেট কবে এই সমস্ত কিছু আপনারা এ প্রতিবেদনের মাধ্যমে পেয়ে যাবেন একনজরে সবকিছু দেখে নিন-

WB police constable recruitment

শূন্যপদ (Vacancy) :-

ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে প্রায় 10,255 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষ কনস্টেবল পদে 7,228 জন এবং বাকি 3,027 টি মহিলা কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :-

রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ বা স্বীকৃত কোনো বোর্ড থেকে প্রার্থীদের মাধ্যমিক পাস (10th Pass) থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা লিখতে ও জানতে হবে, কালিম্পং ও দার্জিলিং জেলায় এই নিয়মটি প্রযোজ্য হবে না।

বয়সসীমা (Age Limit) :-

WB Police কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের মধ্যে হতে হবে । মনে রাখবেন 01.01.2024 হিসাবে প্রার্থীদের বয়স ধরা হবে, বয়সের ক্ষেত্রেই প্রার্থীদের নির্দিষ্ট ছাড় দেওয়া হয়েছে দেখে নিন-

General Candidate – 30 Year’s
SC/ST Candidate – 35 Year’s
OBC- A/OBC-B/ Civic/ Third Gender – 33 Year’s
Ex-servicemen – 40 year’s

কীভাবে আবেদন করবেন (How to Apply) :-

প্রথমত প্রার্থীদের WB Police official website এ যেতে হবে তারপর Constable recruitment পদে রেজিস্ট্রেশন করে নিতে হবে,আপনাদের আবেদনের ফ্রমটি নিজেদের ডকুমেন্টস দিয়ে সুন্দরভাবে ফিল আপ (Fill up) করে নিতে হবে, আপনাদের নথিপত্র গুলি আপলোড করে দিয়ে আবেদনের ফি জমা করতে হবে। আপনারা চাইলে ভবিষ্যতের জন্য একটি কপি প্রিন্ট আউট করে রাখতে পারেন।

আবেদনের তারিখ ও শেষ তারিখ (Apply Last Date) :-

WB কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করে নিবেন।

আবেদনের তারিখ – 7 March 2024
আবেদনের শেষ তারিখ – 5 April 2024

আরো পড়ুন-

30,000 এরও বেশি শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ । Post Office MTS Recruitment (2024)

নির্বাচন প্রক্রিয়া (Selection process) :-

WB কনস্টেবল পদে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

  • Written Exam
  • Physical Measurements Test (PMT)
  • Physical Efficiency Test (PET)
  • Interview
  • Medical Exam

আবেদনের ফিস (Application Fees) :-

WB Constable পদে আবেদন করার জন্য পুরোপুরি ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই এর জন্য প্রার্থীদের একটি আবেদন ফিস জমা করতে হবে কোন ক্যাটাগরির জন্য কত আবেদন করতে হবে তা একঝলকে দেখে নিন –

OBC / General Candidate – ₹ 170/-.
SC/ST WB Candidate – ₹00

SC/ST বিভাগের অন্যান্য রাজ্যের প্রার্থীদের এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পশ্চিমবঙ্গে কন্সটেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, প্রার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই আবেদন প্রক্রিয়াটি শেষ করে ফেলতে হবে আগামী 7 মার্চ থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে প্রায় এক মাস পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ আগামী 5 এপ্রিল পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলবে, ইচ্ছুক চাকরি আবেদন করতে চাইলে প্রার্থীরা অতি অবশ্যই আবেদন করতে পারেন।

Leave a Comment