রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। জেলা স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (WB Health Recruitment 2024)। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, এছাড়া ছেলে ও মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে ? এছাড়া বয়স সীমা কত ? আবেদন ফিস কত জমা করতে হবে ? কবে থেকেই আবেদন করতে পারবেন এছাড়া আবেদনের শেষ তারিখ কবে ? এই সমস্ত কিছু নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো –
পদের নাম (Post Name) :-
Multi Rehabilitation Worker পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শূন্যপদ (Vacancy) :-
এই পদে মোট 16 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,তার মধ্যে
UR candidate – 8 টি
SC candidate – 4 টি
ST candidate – 1 টি
OBC candidate – 3 টি
বয়সসীমা (Age limit) :-
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে। মনে রাখবেন 01.01.2024 তারিখ হিসাব অনুযায়ী বয়স সীমা ধরা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):-
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের স্বীকৃত যে কোন বোর্ড থেকে ফিজিওথেরাপি স্নাতক পাস থাকতে হবে। এই পদে নিয়োগ হওয়ার পর প্রার্থীদের মাসিক বেতন হিসেবে 18,000/- টাকা করে দেওয়া হবে।
আরো পড়ুন-
আবেদনের ফিস (Application Fee) :-
প্রার্থীদের আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ 12th March 2024.
OBC/Genaral Candidates দের আবেদন ফিস হিসেবে 100 টাকা জমা করতে হবে।
SC/ST Candidate দের আবেদন ফিস হিসেবে 50 টাকা করে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Apply Last Date) :-
যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের আগামী 10th March 2024 এর মধ্যেই রেজিষ্ট্রেশন করতে হবে। এছাড়াও আগামী 15 মার্চ 2024 পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি (Apply Process) :-
চাকরিপ্রার্থীরা রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইডে (Official website) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে-
১. প্রথমত প্রার্থীদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর আবেদন করার জন্য নির্দিষ্ট অপশনটিতে ক্লিক করতে হবে।
৩. চাকরিপ্রার্থীদের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
৪. আবেদন পত্রটি পূরণ করার পর প্রার্থীদের সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট বিভাগ অনুযায়ী আবেদন ফিস জমা করতে হবে।
৬. আবেদনপত্রটি সাবমিট করার আগে আপনার সমস্ত নথিপত্র গুলি একবার পরীক্ষা করে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
মনে রাখবেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ বিভাগ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে (WB Health Recruitment 2024) যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তারা অতি অবশ্যই ১৫ মার্চ এর আগেই আবেদন করে নেবেন, এবং ওপরের যে সমস্ত শর্তগুলি দেওয়া হয়েছে সেগুলির মানদন্ড রেখে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও এ বিষয়ে আপনাদের যদি কোন সংশয় থেকে থাকে তো অবশ্যই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে নবেন ।
আবেদন করার জন্য এই লিংকে ক্লিক করুন-Click