Oppo F25 Pro 5G Set Lounch (2024), ভারতে আজ Oppo তার এই নতুন মডেলটি লঞ্চ করল, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম কত ?

OPPO আজ ভারতে একটি লঞ্চ ইভেন্ট এর মাধ্যমে তার লেটেস্ট মডেল OPPO F25 Pro 5G Set লঞ্চ করল । জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই মডেলটির সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন। OPPO F25 Pro 5G Set কবে থেকে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া এই ফোনে কি কি কালার ভেরিয়েন্ট (Colour varient) রয়েছে এবং এর ফুল স্পেসিফিকেশনস(Full Specifications) নিচে সুন্দরভাবে দেওয়া হয়েছে –

Oppo F25 Pro 5G

OPPO F25 Pro 5G Set Lounch Date in India :-

OPPO এর নতুন ফোনটি আজ 29 February ভারতে লঞ্চ করা হলো দুপুর 12 টার পর। আপনারা এই ফোনটি অর্ডার করতে চাইলে অ্যামাজন (Amazon) সাইট থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও oppo রিটেল কোনো দোকান থেকেও আপনারা এই ফোনটি কিনতে পারবেন।

Oppo F25 Pro 5G set Full Specifications :-

এক্স টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) এবং সুধাংশু আম্ভর তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ফোনটির সম্পর্কে জানিয়েছে যে এই কোনটি ভারতে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। টিপস্টার এই ফোনের দুটি ভেরিয়েন্ট এর দাম আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি বলেছেন এই ফোনের দাম 25,000 থেকেও কম হতে চলেছে।

Oppo F25 Pro 5G Set Price And Verients (দাম) :-

টিপসটার সুধাংশু আম্বর ও মুকুল শর্মা জানিয়েছেন এই ফোনটির দুটি ভ্যারিয়েন্ট ভারতে পাওয়া যাবে, যার 8 GB RAM ও 128 GB স্টোরেজ সহ মডেলটির দাম পড়বে প্রায় 22,999/- টাকা এবং 8 GB RAM ও 256 GB স্টোরেজ সহ মডেলটির দাম 24,999/- টাকা । তিনি আরও জানিয়েছেন যে OPPO 10% ক্যাশব্যাক দিতে চলেছে ক্রেতাদের।
8 GB RAM +128 GB storage – ₹ 22,999/-
8 GB +256 Storage – ₹ 24,999/-

আরো পড়ুন- Samsung Galaxy A55 5G এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। দাম কত,এই ফোনে কি কি আছে দেখুন ।।

Prosessor (প্রসেসর) :-

এই ফোনটিতে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 14 ওপর ভিত্তি করে পরিচালিত করা হয়েছে।

Display (ডিসপ্লে ) :-

এই ফোনে 6.7 Inch Amoled ডিসপ্লে থাকছে যার রিফ্রেশ রেট 120Hz এর পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজোউলেশন যুক্ত করা হয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP65 প্রটেকশন দেওয়া হয়েছে।

Cemera (ক্যামেরা) :-

OPPO F25 Pro 5G এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, সেখানে 64 MP প্রাইমারি সেন্সর ও 8 MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 MP ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। এবং সেলফি ক্যামেরার জন্য 32 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Rear Cemera – 64 MP+ 8 MP + 2 MP
Front Camera – 32 MP

Battary Power (ব্যাটারি পাওয়ার) :-

OPPO F25 Pro 5G 5G এই ফোনে ব্যাটারি ব্যাকআপ দিতে 5000 mAh ব্যাটারি পাওয়ার দেওয়া রয়েছে যা 67W ফার্স্ট চার্জিং সাপোর্ট সমর্থন করছে।

Colour Options (রঙের অপশন) :-

OPPO F25 Pro 5G এই ফোনটি ভারতে দুটি রঙে মুক্তি পেয়েছে, একটি হল লাভা রেড (Lava Red) অপরটি হল ব্লু শেড (Blue Shed)

OPPO F25 Pro 5G set ভারতে আজ 29 February লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা এই ফোনটি আমাজন (Amazon) এর মাধ্যেমে অর্ডার করতে পারবেন ।

Leave a Comment