Royal Enfield Roadster 650: ভারতের বাজারে আসছে ৬৫০ সিসির রয়েল এনফিল্ড , দাম কত ( price) , ভারতে কবে লঞ্চ হবে (launch date) ?

Royal Enfield Roadster 650: ভারতের বাজারে শীঘ্রই আসতে চলেছে ৬৫০ সিসির রয়েল এনফিল্ড রোডস্টার।(Royal Enfield Roadster 650 cc) , কেমন হতে চলেছে এই ৬৫০ সিসির রয়েল এনফিল্ড রোডস্টার (Royal Enfield Roadster), ভারতে কবে আসতে চলেছে এই ৬৫০ সিসির( 650cc )রয়েল এনফিল্ডটি ( Royal Enfield ) কবে লঞ্চ হতে চলেছে এই রোডস্টার এনফিল্ডটি ( Royal Enfield Roadster lonch date ) এই রোডস্টার এনফিল্ড সম্পর্কে সমস্ত ডিটেলইস ( details ) নিচে বিস্তারিত দেওয়া হয়েছে:-

Royal Enfield Roadster 650

Royal Enfield Roadster 650 lonch date :-

ভারতে ৬৫০ সিসির নতুন একটি রয়েল এনফিল্ড রোডস্টার আসতে চলেছে সম্ভবত মার্চ মাসেই । খুব শীঘ্রই সবাই বুকিং করতে পারবেন ।

Engine and gearbox :-

রোডস্টার এই এনফিল্ড টিতে ইঞ্জিন থাকছে ৬৫০ (650cc)সিসির, সর্বোচ্চ শক্তি থাকছে 47 HP, সিলিন্ডার থাকছে 2 টি, ফুয়েল ইনজেকশন ( Fuel injection ) টাইপ ইঞ্জিন থাকছে। সর্বোচ্চ টর্ক থাকছে 52NM ।

Royal Enfield Roadster details :-

রোডস্টার ৬৫০ সিসি(650cc)এনফিল্ড এই সিঙ্গেল ডিস্ক ফ্রন্ট ব্রেক থাকছে ৩২০ মিমির(350mm)। এবং রিয়ার ব্রেক থাকছে ২৪০ মিমির (240mm)। সামনের টায়ারে থাকছে 90/90-21 ও পেছনে টায়ারে থাকছে 120/80-17.
ব্রেকিং সিস্টেম:
2 চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ( Anty Lock Braking system) থাকছে । এইরকম আরও অনেক সিমিলার বাইক রয়েছে যেমন Kawasaki Vulcan 650, Harley Davidson Street 750, Hyosung Aquila pro 650.
Stock ( স্টোক ) থাকছে 67.8 মিমি ।
Bore ( বোর ) থাকছে 78 মিমির ।
Cylinder ( সিলিন্ডার ) থাকছে 2 টি।

Spreed limit & Mileage:( স্প্রিড লিমিট এবং মাইলেজ ) :-

Royal Enfield Roadster 650 cc মাইলেজ আনুমানিক ভাবে আশা করা যাচ্ছে প্রায় 25 kmpl মাইলেজ দিতে পারে ।। আর Royal Enfield Roadster 650 CC টপ স্প্রিড থাকছে প্রায় 170 kmph ।

Royal Enfield Roadster 650 CC price in India :-

ভারতে এই রোডস্টার এনফিল্ডটির (Royal Enfield Roadster 650 CC price) দাম হতে চলেছে প্রায় 2,75,000 টাকা ।। খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে এই নতুন রয়েল এনফিল্ডটি ।

Leave a Comment