গত ৩১ শে জানুয়ারি রিজার্ভ ব্যাংক নির্দেশ দেয় যে 29 ফেব্রুয়ারির পর পেটিএম ব্যাংক আর পরিষেবা দিতে পারবে না । এই নির্দিষ্ট তারিখের পর থেকে যারা পেটিএম গ্রাহক রয়েছে তারা পেটিএম অ্যাকাউন্ট পেটিএম ওয়ালেটে নতুন করে কোন টাকা জমা করতে পারবে না ।
রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের পরেই পেটিএম গ্রাহকদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে । পেটিএম গ্রাহকরা ভাবে হয়তো তাদের পেটিএম একাউন্ট বা ওয়ালেট এ জমা টাকা হয়তো তারা তুলতে পারবেনা । তবে পেটিএম গ্রাহকদের এই আতঙ্ক দূর করল পেটিএম প্রতিষ্ঠাতার সিইও বিজয় শেখর শর্মা।
কি বলল বিজয়শেখর শর্মা:-
পেটিএম এর সিইও বিজয়শেখর শরমা বলেন ২৯ তারিখের পরেও আপনাদের পেটিএম এখন যেমন কাজ করছে তেমনি কাজ করবে । ইতিমধ্যেই তিনি টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন ।
Paytm share price:-
শেষ দিনে পেটিএম এর স্টক ৪৮৭.০৫ এ খোলে এবং বন্ধ হয়েছে ৬০৮.৮ । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য ছিল ৪৩৮.০৫ । ৫২ সপ্তাহে সর্বোচ্চ হল ৯৯৮. ৩০ এবং ৫২ সপ্তাহে সর্বনিম্ন হল ৪৩৮.৫০ ।
প্রসঙ্গত রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার পর থেকেই পেটিএম এর শেয়ারবাজারে অনেকটাই ধ্বস নেমে গিয়েছিল। তবে পেটিএম এর প্রতিষ্ঠাতার সিইও এই ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পেটিএম গ্রাহকেরা ।