বছরের শুরুতে কাওয়াসাকি (Kawasaki Ninja 300) তার নতুন আরেকটি মডেল লঞ্চ করেছে সেটি হল কাওয়াসাকি নিনজা ৩০০ (Kawasaki Ninja 300) ভারতের বাজারে কাওয়াসাকি এই মডেলটি লঞ্চ হয়ে গিয়েছে, কাওয়াসাকি নিনজা থ্রি হান্ড্রেড এই বাইকটির কি কি ফিচারস( Features ) রয়েছে, ফুল স্পেসিফিকেশনস(Full Specifications), কালার ভেরিয়েন্ট (Colour varient) ইঞ্জিন (Engine ) , টায়ার ( Tyre ) এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যারা যারা বাইকটি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই নিচে বিস্তারিত দেখে নেবেন –
Table of Contents
Kawasaki Ninja 300 (2024) Full Specifications :-
কাওয়াসাকি নিনজা ৩০০ (Kawasaki Ninja 300) ভারতে এই বছরেই (2024) লঞ্চ হয়ে গেছে । কাওয়াসাকি এর এই নতুন মডেলটি অনেক বাইকপ্রেমীদের নজর কেড়েছে, Kawasaki Ninja 300 আকর্ষণীয় রূপ নিয়ে ভারতের বাজারে এসেছে । Kawasaki Ninja 300 এটি একটি স্পোর্টস বাইক(Sports Bike) হিসেবে নাম অর্জন করেছে। সমস্ত স্পোর্টস বাইকারদের মন জয় করে নিতে চলেছে কাওয়াসাকি নিনজা ৩০০ (Kawasaki Ninja 300) বলা হচ্ছে এই গাড়িটি খুবই আরামদায়ক হতে চলেছে । Kawasaki Ninja 300 এই বাইকটিতে রাতে রাইড করার জন্য রয়েছে একটি ডুয়েল মাল্টি রেফলেক্টার হেড ল্যাম্প।
Kawasaki Ninja 300 Engine :-
Kawasaki Ninja 300 এটি একটি ডুয়েল সিলিন্ডার ( Double Cylinder) 296 cc লিকুইড কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বাধিক 26.10 Nm টর্ক (Torque) এর পাশাপাশি সর্ব্বোচ 39 bHp power রয়েছে। কাওয়াসাকির ইঞ্জিনে থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স (6 spreed gearbox) এবং ইঞ্জিনে একটি ১৭ লিটারের ফুয়েল ট্যাংক ও ( 17 L fuel tank) রয়েছে । কাওয়াসাকি এর এই বাইকটি একটি স্পোর্টস বাইক( Sports Bike) হিসেবে খ্যাতি পেয়েছে । যার মধ্যে বোর (Bore) থাকছে 62 mm এর এবং 49 mm strock থাকছে।
Bore – 62 mm
Strock – 49 mm
Kawasaki Ninja 300 Tyre and Breaks :-
কাওয়াসাকী নিনজা ৩০০ এর 2 wheel এর এই বাইকটিতে টিউবলেস (tubeless) টায়ার থাকছে এর পাশাপাশি ১৭ ইঞ্চি আলয় হুইল (17 Inch aloy wheels ) থাকছে, এবং ব্ল্যাক ম্যাগ হুইল (Black Mag Wheels) নিয়ে তৈরী এই বাইকটির চাকা। এই বাইকটি সর্বোচ্চ স্পীড থাকছে 120 kmph এর মাইলেজ হতে পারে 26 km
Front Brake :- 290 mm petel disk
Rear Brake :- 200 mm petel disk
Front Tyre :- 110/70
Rear Tyre :- 140/70
Max Spreed :- 120 kmph
Kawasaki Ninja 300 Colour varient :-
পারফরমেন্সের দিক থেকে এই বাইকটি সকল রাইডারদের মন কেড়ে নিয়েছে। এবার একটি রাইডিং এর ক্ষেত্রে খুবই আরামদায়ক হতে চলেছে। এই বাইকটি মূলত তিনটি রং ( 3 Colours Options) পাওয়া যাচ্ছে,
- মেটালিক মুনডাস্ট গ্রে (Metallic Moondust gray)
- ক্যান্ডি লাইম গ্রীন (Candy Lime green)
- লাইম গ্রীন (lime green)
Kawasaki Ninja 300 Price :-
300 এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং প্রচুর বাইকপ্রেমীদের মন কেড়ে নিয়েছে, এই বাইকটির ডিজাইন ও পারফরমেন্স ভীষণভাবে আকর্ষণ করেছে দর্শকদের, ভারতের বাজারে এই বাইকটি দাম পড়বে – Ex Showroom price – ₹ 3,43,000/-
প্রসঙ্গত,ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা 300 (Kawasaki Ninja 300) এই বাইকটি পুরোপুরিভাবে ( STD Petrol ) পেট্রোল দ্বারা চালিত হবে, এই গাড়িটি ২৯৬ সিসি (296 cc) ইঞ্জিন দ্বারা ১৭ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে( 17L fuel tank) এর পাশাপাশি সিক্স স্পিড গিয়ার বক্স (6 spreed gearbox) রয়েছে এই বাইকটি মাইলেজ দিতে পারবে 26 Km,