চলতি মাসে চলছে বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুমে সোনার গয়না কেনার হিড়িক লেগেছে সোনার দোকানে । তাই সপ্তাহের শুরুতে সোনার দাম কমায় সাধারণ ও মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর । তবে আজ সপ্তাহের শুরুতে কলকাতায় কত টাকা কমলো সোনার দাম (Gold price today Kolkata) আসুন দেখে নেওয়া যাক-
Gold price today Kolkata ( কলকাতায় সোনার দাম):-
আজ ১২ ই ফেব্রুয়ারি সোমবার কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কত টাকা দাম রয়েছে দেখুন সবাই ।
২২ ক্যারেট সোনার দাম:-
১. ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৫.৭৬৯ টাকা ।
২. ২২ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম রয়েছে ৪৬,১৫২ টাকা ।
৩. ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৭,৬৯০ টাকা ।
২৪ ক্যারেট সোনার দাম:-
১. ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৬,২৯৪ টাকা ।
২. ২৪ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম রয়েছে ৫০,৩৫২ টাকা ।
৩. ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬২,৯৪০ টাকা ।
প্রসঙ্গত, সোনার দাম বিশ্ব বাজারে প্রতিনিয়ত বাড়ে ও কমে। তবে গত কয়েক দিনের তুলনায় আজ কিছুটা পতন হয়েছে সোনার দামের । তাই যারা বিয়ের জন্য বা নিজের জন্য সোনার গয়না বানাতে চান, এই সুযোগে আপনারা তা বানিয়ে নিতে পারেন।