ভারতে Realme 12 Pro Plus 5G এই স্মার্টফোনটি গত ২৯ শে জানুয়ারি লঞ্চ হয়ে গিয়েছে। এ বছরে অনেক নতুন নতুন 5G সেট লঞ্চ হয়েছে। এদের মধ্যে রিয়েলমি (Realme) দুটি 5G ফোন লঞ্চ করেছে। তা হল Realme 12 Pro 5G এবং Realme 12 Pro plus 5G ।
Realme 12 Pro Plus 5G Smartphone ভারতে কত দাম পড়বে এবং কবে থেকে আপনারা বুকিং করতে পারবেন ? এই ফোনটির ফিচার্স ( features), Cemera, price , storage, colour, designs, সমস্ত কিছু তথ্য নিচে দেওয়া হল, দেখে নিন:-
Realme 12 Pro plus 5G Cemera ( ক্যামেরা):-
Realme 12 Pro Plus 5G এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। (54 megapixel camera + 64 megapixel camera + 8 megapixel camera) অর্থাৎ রিয়ালমির এই ফোনটিতে মেন ক্যামেরা দিয়েছে 50 MP ও 64 MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 8 MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্সএকসাথে কাজ করবে বলে জানা গিয়েছে। এই ফোনে রিয়ার ক্যামেরা থাকছে ৩ টি।
Front camera ( ক্যামেরা ) :-
Realme 12 Pro Plus 5G set এ ফ্রন্টে থাকছে 32 MP ফ্রন্টে দেওয়া হয়েছে sony selfie Cemera অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা থাকছে ১ টি ।
Realme 12 Pro Plus 5G set features(ফিচার্স):-
Realme 12 Pro Plus 5G এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2, এই ফোনটির স্কিন Realme UI 5.0 সাপোর্ট করবে। Realme এই সেট টিতে 6.7 inch (ইঞ্চি) Full HD screen (স্ক্রীন) রয়েছে। Realme এই ফোনটির ছবি দেখে মনে করা যাচ্ছে একটি পেরিস্কোপ পপোট্রেট ক্যামেরা থাকবে OIS সাপোর্ট ও থাকবে।
Realme 12 Pro plus 5G price (দাম) :-
Realme 12 Pro Plus 5G ফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম পড়ে যাবে 29,999 টাকা, 8 GB RAM ও 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম প্রায় পড়বে 31,999 টাকা, এছাড়া 12 GB RAM ও 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম পড়বে 33,999 টাকা ।
8 GB RAM +128 GB storage – ₹ 29,999
8 GB RAM + 256 GB storage – ₹ 31,999
12 GB RAM + 256 GB storage – ₹ 33,999
রিয়ালমি টুয়েলভ প্রো প্লাস কালার (Realme 12 Pro Plus 5G set colour Options) Realme 12 Pro plus 5G এর তিনটি রং (colour) লঞ্চ করা হয়েছে। এর মধ্যে থাকছে নেভিগেটর বেজ ও সাবমেরিন ব্লু এবং এক্সপ্লোরার রেড ।
Realme 12 pro plus 5G battery( ব্যাটারি):-
রিয়েলমি 12 প্রো প্লাস ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকছে। এটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme 12Pro plus 5G কবে থেকে অর্ডার করতে পারবেন :-
রিয়েলমির এই ফোনটি 29 জানুয়ারী লঞ্চ হয়ে গিয়েছে, তবে এই ফোনটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট 6 ফেব্রুয়ারী থেকে বিক্রি করা হবে। দুপুর 12 টার পর থেকে ইকমার্স সাইট, ফ্লিপকার্ট থেকেও অর্ডার করতে পারবেন।