রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে পৌডরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো । Madhyamik Pass Government Job 2024

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর । এবার রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাস এ ( Madhyamik Pass Government Job 2024) পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো । পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে । তবে আপনারা আবেদন করবেন কি করে,বয়স কত হতে হবে,কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন:-

শূন্যপদ:-

মোট ১৯ টি পদে আবেদন করতে পারবেন । পদের নাম “Helth worker” ।

শিক্ষাগত যোগ্যতা (Qualification):-

যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলেই সমস্ত চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন ।

বয়সসীমা (Age):-

22 থেকে 40 বছরের মধ্যে সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী এই বয়স হতে হবে । তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি OBC A,B প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।

বেতন (Salary):- ৪,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে ।

আবেদন পদ্ধতি (Apply):-

আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে হবে । আবেদন করতে ইচ্ছুক তারা সংশ্লিষ্ট পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন । তবে আবেদন করতে আপনাদের কোন টাকা লাগবে না । শুধুমাত্র আপনাদের সমস্ত নথিপত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফর্ম এর সঙ্গে জেরক্স করে স্বপ্রত্যায়িত ( self attested) জমা দিতে হবে কোথায় জমা করবেন দেখে নিন-Office of the Kharagpur municipality, PO-kharagpur, Dist- Paschim Medinipur, Pin Code-72130

কি কি নথিপত্র লাগবে (Documents):-

১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড জেরক্স ।
২. ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড,রেশন কার্ড, ভোটার কার্ড জেরক্স ।
৩. মাধ্যমিকের মার্কশিট জেরক্স ।
৪. কাস্ট সার্টিফিকেটের জেরক্স ।

নিয়োগ পদ্ধতি:-

যেহেতু কোন লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হবে । তাই ইন্টারভিউ এর প্রাপ্ত নাম্বার ও একাডেমিক স্কোর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে ।

যে সমস্ত চাকরির প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা ৩ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে ।

Leave a Comment