KTM 890 Adventure (2024) lounch: ভারতের বাজারে কেটিএম তার নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করতে চলেছে KTM 890 Adventure,দাম কত,কবে লঞ্চ হবে দেখুন ।

ভারতের বাজারে কবে লঞ্চ হতে চলেছে ‘KTM 890 Adventure? ভারতের বাজারে KTM এর এই গাড়িটি আদোও লঞ্চ হবে কিনা এ নিয়ে এখনও অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে, তবে ভারতের বাজারে এই মডেলটি লঞ্চ হবার সম্ভবনা ছিলো না বললেই চলে কিন্তু এতো জল্পনার মাঝে KTM সকল বাইকপ্রেমি দের মুখে হাসি ফুটিয়ে গত মাসেই আন্তর্জাতিক বাজারে ‘KTM 890 Adventure’ এর ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছিলো।

KTM 890 Adventure

আশা করা যাচ্ছে KTM 890 Adventure আগামী 29 th March 2024 তারিখে লঞ্চ হতে চলেছে ভারতে। কয়েক বছর আগে কেটিএম (KTM) ইন্ডিয়া বাইক ইভেন্টের(India Bike Event) মাধ্যমে কেটিএম তাদের KTM 790 Adventure এই মডেলটি লঞ্চ করেছিল, এবারও সামনেই ‘ ইন্ডিয়া বাইক ইভেন্ট’ (India Bike Event) আসছে, সেখানে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের বাইক প্রদর্শন করানো হয়, তাই আশা করা যাচ্ছে যে এইবারও KTM তার নতুন মডেল KTM 890 Adventure সেখানেই পর্দা সরাতে চলেছেন।

KTM 890 Adventure (2024) এই নতুন বাইকটি ব্যাপক ভাবে আপডেট হয়ে নতুন করে প্রবেশ করলো ভারতে, বডিওয়ার্ক ( Bodyworks), ফুয়েল ট্যাঙ্ক ( fuel tank), Duel Cylinder সহ আরও অনেক ফিচার্স নিয়ে এই KTM 890 Adventure মডেলটি ভারতে প্রবেশ করতে চলেছে, এর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, কোন ভ্যারিয়েন্ট এর কী রকম দাম রাখা হয়েছে ? কবে আসতে চলেছে ভারতে ? এই সমস্ত কিছু নীচে ডিটেইলসে দেওয়া রয়েছে দেখে নিন –

KTM 890 Adventure (2024) Full Specifications :-

Engine :-

KTM 890 Adventure এই বাইকটিতে 889 সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন(Twin Cylinder Engine) ব্যাবহার করা হয়েছে, যা সর্ব্বোচ 104.6 ps এবং সর্বচ্চো 100 Nm টর্ক (Torque) থাকছে, এই বাইকটি 889cc bs6 ইঞ্জিন দ্বারা তৈরী , KTM 890 Adventure ইঞ্জিনে থাকছে 6 স্প্রিড গিয়ার বক্স (6 speeed gearbox), সঙ্গে থাকছে 20 লিটার এর ফুয়েল ট্যাঙ্ক, 4 strock
(Bore – 90.7 mm)
(Strock – 68.8 mm)

Tyres & Breaks :-

KTM 890 adventure এ থাকছে টিউলেস টায়ার (tubeless tyres), সঙ্গে দুই চাকাতেই স্পোক আলয় হুইলস থাকছে, এর পাশাপাশি এতে ডিস্ক ফ্রন্ট ব্রেক ও ডিস্ক রিয়ার ব্রেক থাকছে (Duble Disk Break)
(Front Tyre size – 90/90)
(Rear Tyre size – 150/70)

KTM 890 Adventure Price & Colours Options :-

কেটিএম (KTM 890 adventure) এই বাইকটি ৮৮৯ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন নিয়ে তৈরি, ভরতের বাজারে এই মডেলটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আগামী 29th মার্চ ভারতে লঞ্চ হতে পারে KTM 890 এই গাড়িটি এইরকম টাই আশা করা যাচ্ছে। KTM 890 adventure এই মডেলটি দুটি ভ্যারিয়েন্ট (2 varient ) এ পাওয়া যাবে এর সাথে দুটি কলার অপশন (Colour Option) ও থাকছে । দুটি ভ্যারিয়েন্ট এর আলাদা আলাদা দাম রয়েছে সেগুলো হলো –

KTM 890 Adventure 2 Verients :-


890 Adventure STD price
₹ 11.50 Lakhs
890 Adventure R price₹ 12.50 Lakhs
KTM 890 Adventure

এই বাইকটি মাঝারি ওজনের একটি অ্যাডভেঞ্চার বাইক, এটি সমস্ত অ্যাডভেঞ্চার টুরিস্টদের কাছে খুবই পছন্দের বাইক হতে চলেছে। আগামী 29 th March 2024 এই বাইকটি লঞ্চ হতে পারে বলে আশা করা যাচ্ছে। যে সমস্ত বাইকপ্রেমিরা KTM এর এই নতুন মডেলটি নিতে আগ্রহী তারা অবশ্যই KTM অফিসিয়াল ওয়েবসাইট নজর রাখবেন ।

Leave a Comment