Budget 2024 Electricity Bill:গত ১ই ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন । এই বাজেট পেশের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত গরীব মধ্যবৃত্তদের জন্য ইলেকট্রিসিটি নিয়ে বিরাট বড় সুখবর দিলেন । এবার ৩০০ ইউনিটের বিল মিলবে বিনামূল্যে প্রায় ১ কোটি মানুষ এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেতে পারেন। তাহলে আপনিও কিভাবে এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন, এই পরিষেবা পাবার জন্য আপনাদের কি কি করতে হবে সবকিছু নিজে আলোচনা করা হলো। দেখে নিন-
Free Electricity Scheme :-
গত ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষদের জন্য রুফটপ সোলারাইজেশন ও ফ্রী ইলেকট্রিসিটি স্কিমের ঘোষণা করেছিলেন । গত ১ই ফেব্রুয়ারি বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী এই সূর্যোদয় যোজনা ও বিনামূল্যে ইলেকট্রিসিটির বিষয়টি তুলে ধরেছেন। মধ্যবিত্তদের জন্য এটি একটি বিরাট বড় খুশির খবর ।
গরিব কিংবা মধ্যবিত্ত প্রায় প্রত্যেকেরই ঘরে বিদ্যুৎ পরিষেবা আছে। সারা মাসে বিদ্যুৎ ( Electricity ) পরিষেবা ব্যবহার করার পর প্রায় 100 ইউনিটের মতো বিল উঠে আসে। গরমের দিনে তো সবার বিদ্যুৎতের বিল বেশি চলে আসে, কিন্তু শীতে আবার একটু কম হলেও, বিল প্রায় ৫০০০-৭০০০ টাকা চলে আসে,এই বিল দেবার জন্য মধ্যবিত্তদের প্রায় ওষ্ঠাগত অবস্থা হয়ে আসে। সেই কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবার জন্য সূর্যোদয় যোজনা স্কিমের ঘোষণা করেছিলেন ২২ শেই জানুয়ারি
সূর্যোদয় যোজনা স্কিম :-
দেশের প্রায় বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার বিলের ওপর নির্দিষ্ট কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। ঠিক সেই রকমই বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ১ কোটি মানুষদের জন্য এই ফ্রি ইলেকট্রিসিটিস স্কিমের ( Free Electricity Scheme ) ঘোষণা করেছেন । কিন্তু এই পরিষেবার সুবিধা পাবেন সূর্যোদয় যোজনার মাধ্যমে । ৩০০ ইউনিট বিদ্যুৎ বিলের ওপর ছাড় পেতে হলে আপনাদের কি কি করতে হবে দেখে নিন –
প্রধানমন্ত্রীর সূর্যোদয় যোজনা স্কিমের মাধ্যমে প্রায় ১ কোটি পরিবার এই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ কোটি পরিবারের ছাদের ওপর সৌরশক্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলেন গত ২২ শেই জানুয়ারি । এই রুফটপ স্কিম থেকে প্রত্যেক পরিবার প্রায় ১৫ থেকে ১৮ হাজার টাকা মাসে লাভ করতে পারবে । এই টাকা থেকে 300 ইউনিটের বিল উঠে আসবে, এমনকি আপনারা বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন সে ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে সূর্যোদয় যোজনা স্কিম । বাজেটের দিনই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নো ইলেকট্রিসিটি বিলের সিলমোহর করেছে বলে মনে করা হচ্ছে ,এর ফলে সাধারণ মানুষেরা অনেক উপকৃত হবে ।