চলতি বছরে বাজাজ অটো ভরতের বাজারে তার দুটি বাইক লঞ্চ করছে (Bajaj Pulsar NS200 & NS160) ।বাজাজ অটো (Bajaj Auto) কোম্পানি তার এই নতুন মডেল গুলোতে দিয়েছে আকর্ষনীয় ফিচার্স সহ নতুন লুক নিয়ে ভরতের বাজারে চলে এসেছে।
এই দুটি ভাইকে বাজাজ কোম্পানি আরো নতুন অনেকগুলি আপডেট করেছে যা পালসার বাইক প্রেমীদের চমক দিতে চলেছে, এই বাইক দুটির মধ্যে কী কী নতুন নতুন ফিচার্স (Features) রয়েছে, ইঞ্জিন(Engine ), ডিজাইন , কালার্স (Colours) ভ্যারিয়েন্ট, ভারতের বাজারে এর দাম (Price) কত হতে পারে ? এই সমস্ত কিছু জানতে নিচে দেওয়া তথ্য গুলো দেখে নিন –
বাজাজ পালসার (Bajaj Pulsar NS200 & NS160 ) এই মডেল দুটির কথা প্রকাশ্যে এনেছে তার নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমে। প্রথমত কোম্পানি যে আপডেটটি দিয়েছে তাতে বলা হচ্ছে যে এই মডেল দুটিতে থাকছে আকর্ষনীয় ব্র্যান্ড নিউ “LED headlights cluster“
Bajaj Pulsar NS200 & NS160 Full Specifications ( 2024) :-
এই দুটি বাইকে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ( Distal Instrument Cluster), LCD সেটআপ সহ ব্লুটুথ কানেক্টিভিটি (Bluetooth connectivity) মোবাইল নোটিফিকেশন অ্যালার্ট (Mobile Notification Alart) এর পাশাপাশি রয়েছে মোবাইল চার্জিং করার জন্য USB চার্জিং পোর্ট, ফুয়েল ইকোনমি ডেটা সহ আরও অনেক নতুন ফিচার্স । রাইডাররা রাইড করার সময় কল রিসিভ (Call Ricived) এবং একসেপ্ট (Except) করতে পারবে । Bajaj Pulsar NS200 & NS160 এই মডেল দুটির ডিজাইন , bodywork , USD Fork এই সবকিছু প্রায় একই রকম থাকবে।
Engine :-
NS 200 এই মডেলটিতে 199 CC লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন (Lequid Cooled Single Cylinder Engine) থাকছে যা সর্বোচ্চ 24.16 bhp এবং 18.74 Nm টর্ক উৎপন্ন করে, এবং
NS 160 এই মডেলটিতে 160 CC air cooled সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকছে যা সর্বোচ্চ 16.96 bhp এবং 14.6 Nm টর্ক উৎপন্ন করতে পারবে।
Max Spreed – 125 kmph
Bajaj Pulsar NS200 & NS160 Expected Price :-
এখনো পর্যন্ত এই দুটি মডেলের দাম প্রকাশে আনেনি, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাজাজ তার এই নতুন প্রতি মডেলের দাম প্রকাশে নিয়ে আসবে। পুরোনো মডেলের তুলনায় এই নতুন মডেলের দাম কয়েক হাজার টাকা বাড়তে পারে । পুরোনো মডেলের দাম ছিলো –
NS 200 Old Model Price : 1.42 Lakh (Ex-Showroom)
NS 160 Old Model Price : 1:24 Lakh (Ex- Showroom)
Bajaj Pulsar NS 200 Colour varient :-
বাজাজ পালসার NS 200 এই মডেলটির দুটি ভ্যারিয়েন্ট এর 3 টি কালার অপশন রয়েছে।
- Graphite Black
- Mirage white
- Red
Bajaj Pulsar NS160 Colour varient :-
বাজাজ পালসার NS 160 এই মডেলটির 4 টি কালার অপশন রয়েছে,
- Pewter Grey
- Pearl Metallic White
- Cocktail Wine Red
- Ebony Black
প্রসঙ্গত, বাজাজ অটো ভারতের বাজারে (Bajaj Pulsar NS200 & NS160) এই দুটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে । যা সমস্ত বাজাজ বাইক প্রেমিকদের জন্য একটি দুর্দান্ত বাইক হতে চলেছে ।