বিশ্ববাজারে পেট্রোল-ডিজেলের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত সোনার দাম কমেও বাড়ে । অর্থাৎ প্রতিদিন এই সোনার দামের পরিবর্তন হয় । তবে আজ লক্ষ্মীবারেই প্রচুর টাকা সস্তা হল সোনার দাম (Today gold price) । যা গরিব ও মধ্যবিত্তদের জন্য একটি বিরাট খুশির খবর । যারা সোনার গয়না কিনতে চান বা বানাতে চান তাদের জন্য আজকের দিনটা একটা দারুন সুযোগ সোনার গয়না বানানোর জন্য ।
তবে আজ কত টাকা কমলো সোনার দাম । কমে গিয়ে এখন ১০ গ্রামের দাম কত টাকা হয়েছে দেখুন-
Today gold price:- (সোনার দাম):-
আজ ১৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কত টাকা দাম রয়েছে দেখুন সবাই ।
২২ ক্যারেট সোনার দাম:-
২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৫,৬৯০ টাকা ।
২২ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম রয়েছে ৪৫,৫২০ টাকা ।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৬,৯০০ টাকা ।
২৪ ক্যারেট সোনার দাম:-
২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম রয়েছে ৬,২০৭ টাকা ।
২৪ ক্যারেট সোনার ৮ গ্রামের দাম রয়েছে ৪৯,৬৫৬ টাকা ।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬২,০৭০ টাকা ।
রুপোর দাম:-
বিশ্ববাজারে সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও অনেকটাই কমেছে । অর্থাৎ ১০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭,৩৯০ টাকা ।
প্রসঙ্গত,আজ বিশ্ববাজারে অনেকটাই দাম কমেছে সোনা ও রুপোর । তবে গতকালকে কিছুটা দাম ঊর্ধ্বমুখী ছিল সোনা (Gold price) ও রুপোর । তবে হঠাৎ করেই আজ বৃহস্পতিবারই অনেকটাই নিম্নমুখী হয়েছে সোনা ও রুপোর দাম তো এটাই দারুন সুযোগ সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য যে আপনারা এই সুযোগে সোনার গয়না বানিয়ে নিতে পারেন । কেননা এখন বিয়ের মৌসুম চলছে বা বিভিন্ন অনুষ্ঠান চলছে হঠাৎ করে আবারও বাড়তে পারে সোনার দাম তো যেহেতু আজ কম রয়েছে তো এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না ।