গত জানুয়ারি মাসে ২৩ তারিখ ওয়ান প্লাস ( One Plus ) দুটি স্মার্টফোন লঞ্চ করেছে তার মধ্যে একটি হলো One Plus 12 আর অন্যটি হলো One Plus 12R, এই দুটি ডিভাইসের সঙ্গে লঞ্চ করেছে ওয়ান প্লাস বার্ডস 3 ( One Plus Buds-3 ), ওয়ান প্লাস 12R ( One Plus 12R ) এবং ( One Plus Buds-3) এই গুচ্ছ দুটির ফিচার্স ( features ), এদের রং ( Colours option ), ব্যাটারি ( battary), দাম ( price ) এই সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, দেখে নিন ।
One Plus 12R and One Plus Buds-3 নিয়ে কিছু অফার রেখেছে , সেই অফার গুলি নীচে দেওয়া রয়েছে ।
One Plus 12R Specifications :-
ভারতে গত ২৩ শে জানুয়ারি ওয়ান প্লাস তার দুটি স্মার্টফোন লঞ্চ করেছেন তার মধ্যে একটি হলো ফ্লাগশিপ One Plus 12R , এই ওয়ানপ্লাস টুয়েলভ আর ( One Plus 12R) স্মার্টফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি। আর প্রসেসরের ক্ষেত্রে One Plus 12R স্মার্টফোনটি থাকছে Snapdragon 8 Gen 2 চিপসেট নিয়ে।(Display – 6.78 Inch).
One Plus 12R Battary Power :-
এই স্মার্টফোনটিতে ব্যাটারি কথা যদি বলা হয় তাহলে ওয়ান প্লাস টুয়েলভ আর ( One Plus 12R Battary) ব্যাটারি থাকছে 5,500 mAh, এর সাথে থাকতে 100W ফার্স্ট চার্জিং (Battery – 5,500 mAh) ।
One Plus 12R Cemera :-
ওয়ান প্লাস 12R ফোনটির ক্যামেরা কথা বলতে হলে এর ক্যামেরা থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ( Triple Rear Camera) , যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা । ও ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল ।
Cemera – 50MP+ 8MP+ 2MP
Front Camera-16 MP
One Plus 12R Price :-
ফ্লাকশিপ এই স্মার্ট ফোনটতে দুটি স্টোরেজের বিকল্প রয়েছে । One Plus 12R ফোনে 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম পড়ে যাবে 39,999 টাকা, এছাড়া 16 GB RAM ও 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম পড়বে 45,999 টাকা,
8/128GB Price – ₹ 39,999
16/256GB Price – ₹ 45,999
One Plus 12R Colour Option :-
ওয়ান প্লাস 12r ফোনটিতে দুটি রঙের অপশন আছে, একটি হলো কুল ব্লু ( Cool Blue ) , অন্যটি হচ্ছে আয়রন গ্রে ( Iron Gray )
One Plus Buds-3 Specifications:-
জানুয়ারি মাসের ২৩ তারিখ ওয়ান প্লাস টুয়েলভ (One Plus 12 ) , এবং ওয়ান প্লাস টুয়েলভ আর (One Plus 12R), এই দুটি স্মার্ট ফোনের সাথে সাথে ওয়ানপ্লাস বার্ডস থ্রি ( One Plus Buds-3 ) লাঞ্চ করা হয়েছে । এই ইয়ারবার্ডস 10 মিনিট চার্জ করলে চলবে 7 ঘন্টা, আর যদি ফুল চার্জ করা হয় তাহলে নাকি 44 ঘন্টা থেকে যাবে। এর ব্যাটারি পাওয়ার থাকছে 520 mAh, এই ইয়ার্বার্ডস টির দাম ভারতে থাকছে 5,800 টাকা।
One Plus Buds-3 & One Plus 12R offers:-
ভারতে ২৩ শে জানুয়ারি Oneplus 12R স্মার্টফোনটি লঞ্চ হয়েছে গ্রাহকরা 6 ই ফেব্রুয়ারি থেকে অর্ডার করতে পারবে । যারা প্রী অর্ডার করে রেখেছে সেই সব গ্রাহকের কাছে আগে পৌঁছে দেওয়া হবে । আপনারা Amazon বা One Plus এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন। আপনি যদি ICICI credit card দিয়ে টাকা পেমেন্ট ( Payment ) করে থাকেন , সেক্ষেত্রে 1000 টাকা ছাড় পেতে পারেন ।