লোকসভা ভোটের আগেই আজ ৮ই ফেব্রুয়ারি বাজেট পেশ করল রাজ্য সরকার ( state budget), আর এই বাজেটেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে( Laxmir bhander scheme) নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর ৫০০ ও ১০০০ টাকা নয় এবার সবাই পাবে দ্বিগুণ টাকা । অর্থাৎ লক্ষীর ভান্ডার প্রকল্পে যারা ৫০০ টাকা করে পেতেন তারা আগামী এপ্রিল মাস থেকে ১০০০ টাকা করে পাবেন। আর যারা ১০০০ টাকা করে পেতেন তারা এবার থেকে পাবেন ১২০০ টাকা করে ।
অর্থাৎ এই লক্ষীর ভান্ডার প্রকল্পে আজকের এই বাজেটে অনেক টাকাই বাড়িয়ে দিল রাজ্য সরকার ।
এছাড়াও সমস্ত রাজ্য সরকারই কর্মীদের ডিএ বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ৪ শতাংশ দিয়ে বাড়ানো হলো এই বাজেটে ।
প্রসঙ্গত, লক্ষীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরা এপ্রিল মাস থেকে ১২০০ টাকা করে পাবেন । এবং সাধারণরা যারা ৫০০ টাকা করে পেতেন এবার থেকে ১০০০ টাকা করে তারা ব্যাংক একাউন্টে প্রতি মাসে মাসে পেতে থাকবেন ।