WB ICDS Helper Recruitment 2024 : রাজ্যের সমস্ত মহিলা চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এটি একটি বিরাট বড় খুশির খবর, রাজ্যে আবারো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে (Helper) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল । যে সমস্ত মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তারা খুব সহজেই উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন ।
ICDS Helper Recruitment এর জন্য কতগুলি শূন্য পদ রয়েছে এবং কোন কোন জেলায় আইসিডিএস সহায়িকা পদে কর্মী নিয়োগ করা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ? কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে –
CDS Helper Recruitment 2024 Full Information :-
এখানে যে পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদের নাম হল ICDS Helper ( অঙ্গনওয়ারি সহায়িকা),
শিক্ষাগত যোগ্যতা ( Qualification ) :-
যে সমস্ত চাকরির প্রার্থীরা আবেদন করতে চান তাদের ন্যূনতম যেকোনো বোর্ড বা সংস্থা থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে, তবেই আপনারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। (Qualification : HS pass)
বয়সসীমা ( Age limit ) :-
ICDS Helper পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে । আর আপনাদের বয়সের হিসাবটি করতে হবে ১ জানুয়ারি ২০২৪ হিসাবে, অন্যথা এই সময় অনুযায়ী বয়স হিসাব করার পর যদি বয়সসীমা পেরিয়ে যায় তাহলে এখিনে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে না । (Age Limit : 18-35 years)
সহায়িকা পদের বেতন সীমা ( Sallary ) :-
অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সমস্ত প্রার্থীদের বেতন দেওয়া হয় ₹ 6,300 টাকা করে প্রতিমাসে ।
নিয়োগে পদ্ধতি ( Apply Process ) :-
ICDS Helper পদে নিয়োগ করা হবে দুটি ধাপে, মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের, প্রথম ধাপে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে তারপর সেই পরীক্ষায় পাশ করার পরে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
১. লিখিত পরীক্ষা নেওয়া হবে 90 নম্বরের মধ্যে,
২. আর বাকি ১০ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে ।
পরীক্ষার সিলেবাস :-
১. মাতৃভাষায় ১৫০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে – 15 marks
২. পাটিগণিত (Arithmetic) – 20 Marks
৩. পুষ্টি ও জনস্বাস্থ্য,মহিলাদের অবস্হা (Nutrition public Health) – 15 Marks
৪. ইংরেজি ভাষা ( English Language) – 20 Marks
৫. সাধারণ জ্ঞান( genaral knowledge) – 20 Marks
৬. মৌখিক পরীক্ষা ( viva voce) – 10 Marks
কীভাবে আবেদন করবে ?
পুরোপুরি ভাবে আবেদন করার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে ।
১. প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে ।
২. এরপর আপনাদের সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে
৩. তারপর আপনাদের সমস্ত ডকুমেন্টসের কপি গুলি সুন্দরভাবে আপলোড করে দিতে হবে। সাবমিট করলেই ফরম ফিলাপ হয়ে যাবে ।
তবে যারা নিজেরা ফর্ম ফিলাপ করতে পারবেন না । তারা আপনাদের নিকটবর্তী কোন সাইবার ক্যাফ বা অনলাইন দোকান থেকে এই ফর্মটি ফিলাপ করিয়ে নিতে পারবেন ।
আবেদনের শেষ তারিখ ও সময় ( Last Date & Time) :-
অঙ্গনওয়ারি সহায়িকা পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ০৯/০২/২০২৪ তারিখে । অনলাইনে আবেদন শুরু হবে ২০.০২.২০২৪ তারিখ সকাল১০ টা থেকে । আবেদন করার শেষ তারিখ ২০.০৩.২০২৪ তারিখ বিকাল ৫ টা ৩০ পর্যন্ত আবেদন করতে পারবেন ।
আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন ।
Apply Online :- Click here