ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে শাওমির নতুন মডেল Xiaomi 14 এইরকমই দাবি করেছেন টিপস্টার অভিষেক যাদব। এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে শাওমি( Xiaomi ) তার আরও তিনটি মডেল খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে, যেমন “Xiaomi 14”, “Xiaomi 14 Pro”, “Xiaomi 14 Ultra”, শাওমির এই মডেলগুলি চীনে আগেই লঞ্চ হয়ে গিয়েছে এইরকমটাই শোনা গিয়েছে। এবার ভারতেও নাকি এই তিনটি মডেল খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে দাবি করেছেন জনপ্রিয় চিপস্টার অভিষেক যাদব , শাওমির ১৪ সিরিজ (Xiaomi 14 series) আগামী ২৫ শে ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এরকমটাই শোনা যাচ্ছে ।
শাওমির তিনটি নতুন সিরিজ গুলির কি কি কালার ভ্যারিয়েন্ট (Colours Option) আছে এদের ব্যাটারি পাওয়ার(Battary Power) কি রকম হতে চলেছে ক্যামেরা(Cemera ) ডিজাইন (design) স্পেসিফিকেশনস(Specifications ) স্টোরেজ(Storage ) এই সমস্ত কিছু বিস্তারিতভাবে নিচে আলোচনা করা রয়েছে –
শাওমি আল্ট্রা ১৪ (Xiaomi 14 Ultra) প্রথম সেলেই নাকি এক লক্ষ (1 Lakh) ফোন বিক্রি হতে চলেছে চিপস্টার অভিষেক যাদব তার এক্স পোষ্টে এরকমটাই দাবি করেছেন ।
Xiaomi 14 series Full details and specifications :-
Xiaomi 14 series ফোনগুলিতে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট।
Storage(স্টোরেজ ) :-
শাওমির 14 সিরিজে UFS 4.0 স্টোরেজ (Storage), 16 GB RAM থাকতে পারে বলে এইরকম টাই আশা করা যাচ্ছে।
Xioami 14 Pro Display (স্কিন) :-
Xiaomi 14 সিরিজে 6.36 ইঞ্চি (Inch) স্কীন (Display) থাকতে চলেছে, এবং প্রো (Pro) ভার্সনে Xiaomi 14 Pro version 6.73 Inch স্কীন (Display) রয়েছে, এই দুটি ফোনে স্ক্রিনের রিফ্রেশ রেট থাকতে চলেছে 120 HZ । এই ফোনগুলোতে অ্যামোলেড প্যানেল এর সাথে 3000 নিটের পিক ব্রাইটনেস থাকছে। এই ফোনগুলোতে Android 14 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকছে।
Cemera( ক্যামেরা) :-
শাওমির ১৪ সিরিজের ফোনে ৫০ মেগাপিক্সলল প্রাইমারি ক্যামেরা থাকছে চলেছে, সঙ্গে ৫০ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকছে ও সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে চলেছে।
Front Camera – 32 MP
Rear camera – 50+50+50 MP
Battery ( ব্যাটারি) :-
Xiaomi 14 এই সিরিজের ফোনে ব্যাটারি থাকতে চলেছে 4,160 mAh এর সাথে ৯০ ওয়াটের(90 W) ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
Xiaomi 14 Pro ভার্সন গুলিতে ব্যাটারি থাকছে 4,880 mAh এবং এর সাথে ১২০ ওয়াটের (120w) ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে ।
শাওমির এই দুই মডেলটিতে 50W ওয়ারলেস ও 10W রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
Xioami 14 series price:-
Xiaomi 14 series এর দাম প্রায় 50,000 টাকা থেকে শুরু হতে পারে বলে এইরকম টাই আশা করা যাচ্ছে, সাথে Xiaomi 14 Pro version ভার্সনে 80,000 টাকা থেকে দাম শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Xiaomi 14 Expected Price – ₹ 50,000
Xiaomi 14 Pro Expected Price – ₹ 80,000
শাওমির এই মডেল গুলি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে সকল মোবাইলপ্রেমীদের জন্য খুশির খবর।এছাড়াও যারা যারা ফটোগ্রাফি করতে ভালবাসেন , এই ফোনটি তাদের মন জয় করে নিতে পারে বলে এমনটাই আশা করা যাচ্ছে ।