আজ ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করতে চলেছেন( Budget 2024)। আমরা প্রত্যেকেই জানি, প্রতিমাসের ১ তারিখ ও থেকে ১৬ তারিখের মধ্যেই রান্নার গ্যাসের দাম বের হয় । ঠিক সেরকম ভাবেই আজ ১ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম প্রকাশিত হয়েছে । দিন দিন রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে বেড়েই চলেছে, এবারও কলকাতা সহ আরও বিভিন্ন রাজ্যে রান্নার গ্যাসের দাম বাড়েছে । আজ বাজেট পেশের দিনই LPG রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে (Budget 2024 gas cylinder price) এছাড়া বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে না কমিয়ে দেওয়া হয়েছে তা সমস্ত কিছু নিচে বিস্তারিত দেওয়া রয়েছে, দেখে নিন-
LPG cylinder price ( দাম ) :-
লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করছেন । আর এই বাজেট পেশের দিনই রান্নার গ্যাসের দাম এক লাফে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশের প্রায় বিভিন্ন শহর গুলিতে রান্নার গ্যাসের ( LPG ) দাম বাড়ানো হয়েছে । আসুন দেখে নেওয়া যাক কোন কোন শহরগুলিতে কি কি দাম রয়েছে –
১৪.২ কেজি গৃহস্থালি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে –
Kolkata ( কলকাতা ) – 929.00 টাকা
Chennai (চেন্নাই ) – 918.50 টাকা
Patna ( পাটনা ) – 1001.00 টাকা
Mumbai ( মুম্বাই ) – 902.00 টাকা
New Delhi ( নিউ দিল্লি ) – 903.00 টাকা
৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে –
Kolkata ( কলকাতা ) – 1,887 টাকা গত মাসের তুলনায় এই মাসে ১৭ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতাতে ।
Mumbai ( মুম্বাই ) – 1,723 টাকা ,গত মাসের তুলনায় এই মাসে ১৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ।
New Delhi ( নিউ দিল্লি ) – 1,769 টাকা, নিউ দিল্লিতেও বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ১৪ টাকা বেড়ে গেল।
Chennai ( চেন্নাই ) – 1,924 টাকা ।
আজ ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন সাধারণ মানুষেরা আশা করেছিল যে এই বাজেট পেশের দিন কিছুটা হলেও রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হবে কিন্তু এই বাজেট পেশের দিনই বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে । তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে ।