আগামী 22 জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠান করা হবে ।। ঠিক দুপুর 12 টা 29 থেকে 12 টা 30 এর মধ্যেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠান করা হবে ।। দুপুর 1 টার মধ্যেই সম্পূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করা হবে।।
এই অনুষ্ঠান দেখার জন্য অনেক রামভক্তরা বহুদিন থেকে অপেক্ষা করে আছেন __ কিন্তু সেইদিন অর্থাৎ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে সাধারণ মানুষদের জন্য প্রবেশ নিষেধ করেছেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী”।। তবে তিনি সমস্ত রাম ভক্তদের কথা মাথায় রেখেছেন ।। যাতে সকল রাম ভক্তরা মন্দিরে প্রবেশ করতে না পারলেও নিজেদের বাড়িতে বসেই বা অন্য যেকোনো স্থানে বসেই রামলালার প্রাণ প্রতিষ্ঠান দেখতে পারেন।। তাই তিনি Live দেখানোর ব্যবস্থা করেছেন।।
Ayodhya Ram Mandir : “Live Telicast” কোথায় কোথায় দেখানো হবে এই Live Telicast ??
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠান এর প্রতিটি মুহূর্ত তুলে ধরা হবে দূরদর্শনের মাধ্যমে।। রাম মন্দিরে ৪০ টি ক্যামেরা লাগানো হয়েছে ।। প্রাণ প্রতিষ্ঠান এর সময় সমস্ত news channel গুলোতে live update দেখানো হবে ।। এছাড়াও Facebook Live, YouTube Live, Facebook page এ দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠান এর মুহূর্ত।।